চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ধর্ষণের শিকার ঢাবি শিক্ষার্থীর মোবাইল ফোন উদ্ধার

রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়েছে।

এর আগে ধর্ষণের ঘটনায় ৪ সন্দেহভাজন ব্যক্তিকে আটক এবং এদের একজনকে গ্রেপ্তার দেখানোর কথা নিশ্চিত করে র‌্যাব। সে সময় ওই ছাত্রীর মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল।

বুধবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র এএসপি মিজানুর রহমান ভূঁইয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, র‌্যাবের অভিযানে রাজধানীর কুর্মিটোলায় ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ভিকটিমের মোবাইল ও অন্যান্য সামগ্রী  উদ্ধার হয়েছে। দুপুর দেড়টায় কারওয়ান বাজার  মিডিয়া সেন্টারে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’

র‌্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে অভিযুক্ত ধর্ষককে গাজীপুরের পুবাইলের কুটুমবাড়ি এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম চ্যানেল আই অনলাইনকে বলেন, শিক্ষার্থীর দেওয়া বর্ণনা অনুযায়ী ধর্ষকের চেহারার একটি স্বচ্ছ ধারণা পাওয়া গেছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাবির নিজস্ব বাসে রওনা দেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে নামেন।

এরপর একজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। ধর্ষণের পাশাপাশি তাকে নির্যাতনও করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

ধর্ষণের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। রাত ১০টার দিকে নিজেকে একটি নির্জন জায়গায় আবিষ্কার করেন ওই ছাত্রী। পরে সিএনজি নিয়ে ঢামেকে আসেন। রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।