চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ধর্ম যার যার উৎসব সবার: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘ধর্ম যার যার উৎসব সবার।’

রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহিদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই অনুষ্ঠান অনেক আগে থেকেই পালন হয়ে আসছে। আমি প্রায় প্রত্যেকবারই এ অনুষ্ঠানে এসেছি। ভবিষ্যতেও আসব। সবার মঙ্গল কামনা করছি।’

অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সব সময় ধর্মীয় গোঁড়ামির উর্ধ্বে থাকে। আমরা মনে করি এই বাংলাদেশ সকলের। এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সকলের। তাই এই দিনটিকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করি।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার বক্তব্যে বলেন, ‘আজ সবাই বাণী অর্চনার এ আনন্দে মেতে উঠুক। আমরা যে যেই ধর্মই পালন করি না কেন এই উৎসবে সবাই সংযুক্ত হয়ে একাকার হই সে কামনা করছি।’

অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমরা চাই সুপ্রিম কোর্ট সকল চিন্তার আধার হোক। আমাদের সবার চিন্তার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা এখানে লালন করা হোক।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বাণী অর্চনা উদযাপন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।