চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ধর্মীয় প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে সরকার

স্কুল, কলেজের মতো মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা তৈরিতে বিনিয়োগ শুরু করেছে সরকার। প্রথমবারের মতো সার্বজনীন সামাজিক অবকাঠামো প্রকল্পে প্রায় ৭শ’ কোটি টাকা বরাদ্দও দেয়া হয়েছে। পরিকল্পনা মন্ত্রী বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পুরোপুরি দাননির্ভর হয়ে গেছে, এটি কাম্য নয়।

সার্বজনীন সামাজিক অবকাঠামো প্রকল্প নামে অবকাঠামো থাকলেও এ প্রকল্পের আওতায় রাস্তা-ঘাট, বিদ্যুৎ কেন্দ্র কিংবা বন্দর নির্মাণ হবে না। সারা দেশের ৪শ’ ৯১টি উপজেলায় উপসনালয়, কবরস্থান, শ্মশান ঘাট, খেলার মাঠ, ঈদগাহ সংরক্ষণ ও সম্প্রসারণে বিনিয়োগ করা হবে।

গত ১৩ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৬শ’ ৬৫ কোটি টাকা বরাদ্দ দিয়ে প্রকল্প অনুমোদন দিয়েছে। এ অর্থে প্রতি উপজেলায় ১ কোটি টাকার উন্নয়ন কাজ করা হবে।

এরই মধ্যে ৪ হাজার ৩শ’ ৬৮টি মসজিদ, ১ হাজার ৬শ’ ৯৯টি মন্দির, দেড়শ প্যাগোডা, ৮০টি চার্চ, দু’হাজার ৬৬টি কবরস্থান, ৭শ’ ৮৫টি শ্মশান, ৬শ’ ৫৬টি ঈদগাহ এবং ১শ’ ৯৬টি খেলার মাঠ নির্বাচন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যরা এগুলো বাছাই করেছেন। বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

সার্বজনীন সামাজিক অবকাঠামো প্রকল্পের আওতায় প্রতিটি স্কিমে সর্বোচ্চ ৫ লাখ টাকা করে দেয়া যাবে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: