চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, ‘লক্ষ্মী বম্ব’ বয়কটের ডাক নেটিজেনদের

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও কিয়ারা আদভানির ‘লক্ষ্মী বম্ব’ সিনেমার ট্রেলার। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে টুইটারে হ্যাশট্যাগ ব্যবহার করে সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ।

কয়েকদিন আগে একটি ভিডিও শেয়ার করে বলিউডের মাদক কাণ্ড প্রসঙ্গে মুখ খুলেছিলেন অক্ষয় কুমার। এরপরেই শুরু হয়েছে ‘লক্ষ্মী বম্ব’ বয়কটের ডাক। এরপর একের পর এক অভিযোগ উঠছে ছবিটি নিয়ে। তাই সিনেমা বয়কটের এই ডাক এখন টুইটারে ট্রেন্ডিং।

নেটিজেনদের একাংশ বলছেন এই ছবিতে লক্ষ্মী দেবীকে অসম্মান করা হয়েছে। আরেক অংশ বলছে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে অসম্মান করা হয়েছে। শুধু তাই নয়, নেটিজেনদের আরেক অংশ আপত্তি জানিয়েছেন ‘লাভ জিহাদ’ নিয়ে।

রাঘব লরেন্স পরিচালিত ‘লক্ষ্মী বম্ব’ ছবিতে এক অন্য অক্ষয় কুমারকে দেখা যাবে। ছবিতে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির আত্মা প্রবেশ করে এক পুরুষ শরীরে। ৯ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘লক্ষ্মী বম্ব’। পিঙ্ক ভিলা