চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ধরলা নদীর পাড়ে জমেছে ‘কৃষকের ঈদ আনন্দ’

ঈদ উল আযহাকে সামনে রেখে কৃষকের ঈদ আনন্দ’র চিত্রধারণ করা হয়েছে কুড়িগ্রাম জেলার ধরলা নদীর পাড়ে। মানুষ ভালোবাসলেই একটি অনুষ্ঠান হয়ে ওঠে জনপ্রিয়। আর দর্শকের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা ঈদ বিনোদন অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’। আমাদের দেশের একটি বড় জনগোষ্ঠী কৃষক এবং এ দেশের বেশিরভাগ মানুষ কোনো না কোনোভাবে কৃষিকাজে জড়িত। কিন্তু শুধু কৃষককে উপলক্ষ করে আমাদের গণমাধ্যমে বিনোদনধর্মী কোনো অনুষ্ঠান ছিলো না। তাই দেশের টেলিভিশন চ্যানেলগুলোর প্রচলিত ধারার বাইরে গিয়ে সারাবছর কষ্টে থাকা এবং প্রচার-প্রচারণার বাইরে থাকা গ্রামীণ কৃষককে আনন্দের উপলক্ষ করে দেয়া এবং সেই আনন্দের বিষয়টি সারা দেশসহ পুরো বিশ্বের সামনে তুলে ধরার জন্য উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ নির্মাণ শুরু করলেন ‘কৃষকের ঈদ আনন্দ’। মূল অনুষ্ঠান প্রচারিত হবে ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায় চ্যানেল আইতে।