চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দ্বিতীয় দিনেও অপসারণ হয়নি কোরবানির পশুর বর্জ্য

ঈদ-উল আজহার দ্বিতীয় দিনেও পুরোপুরি অপসারণ হয়নি রাজধানীর কোরবানির পশুর বর্জ্য। অনেক এলাকায় এখনও পৌঁছেনি সিটি কর্পোরেশনের ময়লা অপসারণের গাড়ি। তবে ডিসিসির ৪৮ ঘন্টার আল্টিমেটামে ঈদের প্রথম দিনেই অনেক এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণ শেষ হয়েছে।

রাজধানীর মোহম্মদপুরের হুমায়ুন রোড। ঈদের একদিন পর এলাকার রাস্তায় রাস্তায় এমনিভাবেই পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য। এলাকাবাসী বলছেন, সিটি কর্পোরেশনের গাড়ি ঈদের দিন থেকে এখনো আসেনি বর্জ্য অপসারণে।

তবে ডিসিসি দাবি করছেন ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করছে ১৭ হাজার পরিচ্ছন্নতা কর্মী।

অবশ্য ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর অনেক এলাকায় ইতোমধ্যেই বর্জ্য অপসারণ শেষ হয়েছে। পুরোপুরি কোরবানির বর্জ্য অপসারণে রাজধানীবাসীকে অপেক্ষা করতে হবে আরও দু’তিনদিন।