চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দেশে ফিরে হাজিদের শুকরিয়া, আক্ষেপ জমজমের পানি

হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩’শ ৪১ হাজী। দেশে ফিরে আল্লাহর দরবারে শুকরিয়া মুনাজাত করেছেন তারা। তবে সৌদি এয়ারলাইন্সে দেশে ফিরে জমজমের পানি না পেয়ে আক্ষেপ নিয়েই বাড়ি ফিরেছেন এসব হাজি।

বিকালে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি এইট জিরো ফোর ৩’শ ৪১ বাংলাদেশী হাজিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

এবার হজের সময় দুইটি বড় দুর্ঘটনায় শত শত হাজীর মৃত্যু হওয়ায় ব্যথিত হাজিরা। নিরাপদে দেশে ফিরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তারা।

হজ পালন করে সন্তুষ্ট হলেও সৌদি এয়ার লাইন্সের কাছ থেকে পবিত্র জমজম কূপের পানি না পেয়ে হতাশ হয়ে বাড়ি গেছেন বেশির ভাগ হাজি।

আল্লাহর ঘর আর প্রিয় নবীর স্মৃতি বিজড়িত জায়গায় বারবার যেতে চান দেশে ফিরে আশা হাজিরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আল্লাহর মেহমানদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হাজিদের পরিবারের সদস্যরা।