যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়ে বুধবার রাতে ঢাকা ফিরেছেন সাকিব। বৃহস্পতিবার
সকালে অনুশীলনে নেমে পড়েন তিনি। মিরপুরের ইনডোরের নেটে ব্যাটিং করেন সাকিব।
অনুশীলনে ছুটি থাকায় বেশিরভাগ ক্রিকেটারই স্টেডিয়ামে যাননি। সাকিব ছাড়া এদিন শুধু সোহান,
সাব্বির, সৌম্য ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন।
সাকিব এদিন মাঠে অভিনন্দন জানিয়েছেন, জাতীয় দলে আসা নতুন মুখ নুরুল হাসান সোহানকে। আবার সোহানের জন্য তিনটি ব্যাট আনাচ্ছেন। অর্ডার দেওয়া হয়ে গেছে। শিগগিরই চলে আসবে। ড্রেসিংরুমে সৌম্যর সঙ্গেও আলাপ করেন সাকিব।
আলোচনার এক পর্যায়ে সাংবাদিকদের মেয়ের নাম জানান সাকিব। মেয়ের নাম
আলাইনা হাসান অভ্রি।






