চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দেশে দেশে উৎসবমুখর মে দিবস

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। র‌্যালিসহ নানা আয়োজনে মুখর ছিলো পৃথিবীর বিভিন্ন দেশের রাজপথ।

১৮৮৯ সালে মে মাসের ১ তারিখকে ‘মে দিবস’ ঘোষণার পর থেকেই প্রতিবছর শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিনটি।

ফিলিপাইনের ম্যানিলায় মে দিবস উপলক্ষে গণর‌্যালির আয়োজন হয়। মোটর শোভাযাত্রা দিয়ে শুরু হওয়া র‌্যালিতে শ্রমিক অধিকার আদায়ের বিভিন্ন শ্লোগান দিয়েছে অংশগ্রহণকারীরা।

মে দিবস পালিত হয়েছে ইন্দোনেশিয়াতেও। শাদা পতাকা নিয়ে জাকার্তায় বিশাল র‌্যালি ও গণজমায়েতে অংশগ্রহণ করে বিভিন্ন শ্রমিকরা।

বিশ্বের সকল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মহান মে দিবস পালিত হয়েছে সাউথ কোরিয়া এবং তাইওয়ানেও। দিবসটিকে ঘিরে দেশ দু’টিতে শহরের রাস্তায় র‌্যালি বের করা হয়।

অারও দেখুন ভিডিও রিপোর্টে: