চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দেশের প্রথম নারী উপাচার্যের নেতৃত্বে জাবিতে নারী দিবস

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উদযাপিত হয়েছে।

দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপাচার্যের নেতৃত্বে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জহির রায়হান মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অন্যান্যদের মধ্যে প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, মহিলা ক্লাব, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী’সহ বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-শিক্ষক প্রমুখ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে নারী দিবস উপলক্ষে ‘এখনই সময় এগিয়ে যাবার, নারীর জীবন বদলে দেবার’ শীর্ষক এক আলোচনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. ফারজানা ইসলাম বলেন, ‘পৃথিবীতে প্রাচীনতম বৈরী সম্পর্ক হচ্ছে লিঙ্গীয় সম্পর্ক। এই বৈরী সম্পর্ক বদলাতে নানাবিধ কাজ করতে হবে। পুরুষতান্ত্রিক পরিবার কাঠামোতে পরিবর্তন আনা, নারী-পুরুষ বৈষম্যমূলক আইন পরিবর্তন, মনস্তাত্ত্বিক চিন্তা-ভাবনায় পরিবর্তন, ভাষা ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে।’নারী দিবস-জাবি-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

দেশের প্রথম এ নারী উপাচার্য বলেন, ‘সুন্দর ও মানবিক পৃথিবী গড়ে তুলতে নারী-পুরুষ উভয়কে একযোগে কাজ করতে হবে। যার যা কিছু আছে, মানুষ তা ছাড়তে কার্পণ্য করে। পুরুষতান্ত্রিক সমাজে প্রতিষ্ঠিত পুরুষের আধিপত্যবাদ ছাড়তে হবে। সমাজ, সংসারের অগ্রযাত্রায় নারীকেও সমান্তরালে অংশীদার করতে হবে। প্রত্যেকে মানুষ হিসেবে মানবিক গুণাবলী অর্জন করলে নারীর নিরাপত্তা নিশ্চিত হতে পারে।’

ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইন। তিনি বলেন, নারীর অগ্রযাত্রার বিগত এক’শ বছরের ইতিহাসে ভারতবর্ষের নারীরা বিশেষ স্থান দখল করে আছে। নারী নিপীড়ন ও নিগ্রহের মধ্যেও স্বামী, সংসার, সন্তান আঁকড়ে ধরে রাখাকে ধর্ম বলে মনে করে। এর মধ্যদিয়ে নারীর নিরব প্রতিবাদও জানান দেয়া হয়।নারী দিবস-জাবি-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

তিনি আরও বলেন, ‘নারী স্নেহ ও মমতাময়ী বলেই নারীর সহযোগিতায় পুরুষ এগিয়ে যায়। এজন্য নারীর সমতা প্রতিষ্ঠায় পুরুষকে সঙ্গী হতে হবে। নারীর প্রতি বঞ্চনা জন্মগত বিরোধ। জন্মগত বিরোধ কখনোই মেনে নেয়া যায় না। নারীর প্রতি নিপীড়ন, নির্যাতন নির্মূলকরণে ও মানবিক সমাজ বিনির্মাণে নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসের প্রয়োজন রয়েছে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। সভায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফারজানা ইসলামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।