চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দেশের নৌচলাচল পরিবেশ ফেরাতে কাজ করছে ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়

বাংলাদেশে পরিবেশসম্মত নৌচলাচল ব্যবস্থা ফিরিয়ে আনতে কাজ করছে যুক্তরাষ্ট্রের ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়। নৌ চলাচলের অর্থনৈতিক ও পরিবেশগত গুরুত্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা করেছে তারা

স্বল্প খরচে পরিবেশসম্মত উপায়ে যোগাযোগের পুরনো মাধ্যম নৌ পরিবহন। কিন্তু দখলদারিত্ব, বাঁধ, রক্ষণাবেক্ষণের অভাব এবং পলি ব্যবস্থাপনা না থাকাসহ নানা অবহেলায় বন্ধ হয়ে গেছে অনেক নৌ রুট। জলবায়ু পরিবর্তনের প্রভাবেও দিন দিন মরে যাচ্ছে নদী।

এসব পরিস্থিতি মোকাবেলা করে কিভাবে আবারো নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা যায় তা নিয়ে এ কর্মশালার আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

নৌ চলাচলের অর্থনৈতিক ও পরিবেশগত গুরুত্ব নিয়ে গবেষণার ফলাফল তুলে ধরেন যুক্তরাষ্ট্রের দুই বিশেষজ্ঞ।

নৌ রুটগুলোকে আগের মতো সচল করার উদ্যোগ নেয়া হলে একইসঙ্গে পরিবেশেরও উন্নতি হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। পূর্ণাঙ্গ নদী ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকারি উদ্যোগ প্রত্যাশা করেন বিশেষজ্ঞরা।

বিস্তারিত দেখুন জাহিদুজ্জামানের ভিডিও রিপোর্টে