চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দেশের ওষুধ শিল্পের জন্য আরও একটি সুসংবাদ

দেশের ওষুধ শিল্পের জন্য আরও একটি সুসংবাদ। ইউরোপের কিছু দেশের পাশাপাশি চলতি বছর মার্চ থেকে জার্মানির বাজারেও ওষুধ রপ্তানি করতে যাচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ইনসেপ্টার সাতটি জেনেরিক ওষুধসহ মেডিকেল ইকুইপমেন্ট জার্মানির বাজার হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাবে।

বাংলাদেশের পরবর্তী বড় খাত ওষুধ শিল্পের সামগ্রিক উন্নয়ন এবং বিশ্ববাজারে বিপুল সম্ভাবনা তুলে ধরতে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র (বিজিসিসিআই) আয়োজনে আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির শীর্ষ ব্যক্তিরা।

বিশ্ববাজারে এদেশের ওষুধ শিল্পের সম্ভাবনা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। বাংলাদেশের ওষুধ শিল্প খাতের সম্ভাবনা এবং এ খাতে বিনিয়োগ সম্ভাবনার কথা জানান বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিনজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছর ওষুধ শিল্পকে বর্ষপণ্য ঘোষণা করায় ওষুধ শিল্প খাতের জন্য আরো বড় সুযোগ এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: