চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দেশীয় বাজারে কমলো সোনার দাম

ভরি প্রতি দেড় হাজার টাকা বাড়ানোর এক মাস না যেতেই সোনার দাম আবার কমিয়েছে বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ীরা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব মানের সোনার দাম ভরিতে ১ হাজার ২২৫ টাকা কমানোর কথা জানিয়েছে তারা। আর রুপার দাম কমেছে ভরিতে ৫৮ টাকা।

সোমবার থেকে নতুন এ দর কার্যকর হবে। গত দুই বছর ধরে সোনার দরে উঠানামা চলছে। কয়েক দফায় বাড়া-কমার পর সর্বশেষ গত ১৭ অক্টোবর সোনার দাম ভরিতে দেড় হাজার টাকা বাড়ান স্থানীয় ব্যবসায়ীরা।

সোনার নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এখন ৪২ হাজার ৫১৫ টাকায় বিক্রি হবে। রোববার পর্যন্ত এই মানের সোনা বিক্রি হয় ৪৩ হাজার ৭৪০ টাকায়। এ হিসাবে ভরিতে দর কমছে ১ হাজার ২২৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ৪১ হাজার ৬৪০ টাকা থেকে ৪০ হাজার ৪১৫ টাকায় নামিয়ে এনেছে ব্যবসায়ীরা।

১৮ ক্যারেটের সোনা ৩৪ হাজার ৯৯২ টাকা থেকে কমে হয়েছে ৩৩ হাজার ৪১৭ টাকা। এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনা বিক্রি হবে ২২ হাজার ৬৮৬ টাকায়। অন্যান্য মানের সোনার দরও একই হারে কমেছে।