চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সক্ষমতা অর্জন করছে: বান কি মুন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকার পরও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সক্ষমতা অর্জন করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি হয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। চলতি বছরে এটি তার দ্বিতীয় সফর। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের অগ্রগতি এবং রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হয়।

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বৈশ্বিক কমিশনের দায়িত্বে থাকা জাতিসংঘের সাবেক এই মহাসচিব বলেছেন, দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কমিয়ে এনেছে বাংলাদেশ।

রাজনৈতিকভাবে রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।