চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দুর্বল হয়ে ভারতীয় উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিভার

‘খুব তীব্র ঘূর্ণিঝড়’ থেকে ‘তীব্র ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়ে ভারতীয় উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিভার।  বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পুড়ুচেরি থেকে ৩০ কিলোমিটার উত্তরে তামিল নাড়ুর উপকূলীয় শহর মারাক্কানামে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়।

নিরাপত্তার খাতিরে ঘূর্ণিঝড়েরর আগেই ২ লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়।  ভারতের সাত ধাপের ঝড়ের স্কেলের মধ্যে পাঁচ মাত্রার শক্তিশালী বলা হয়েছিলো এই ঘূর্ণিঝড়কে।

তবে এই ঝড়ে ক্ষতির পরিমাণ কতটা তা এখনও নির্ধারণ করা হয়নি।  বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণ ও বন্যার মধ্যেও কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

জলবন্দী হয়ে পড়েছে পুরো পুদুচেরি।  ভেঙে পড়েছে অনেক অনেক গাছ। তামিল নাড়ুর অনেক অংশই হয়ে পড়েছে বিদ্যুৎবিহীন।

ঝড়ের পূর্বাভাসে বৃহস্পতিবার পর্যন্ত সেখানে সরকারি ছুটি ঘোষণা করা হয়। বন্ধ করা হয় চেন্নাই বিমানবন্দর ও মেট্রো সার্ভিস।

চেন্নাইয়ের আবহাওয়া দপ্তরের পরিচালক ড. এস বালাচন্দ্রন বলেন, ঘূর্ণিঝড়টি পুরোপুরি মাটিতে আছড়ে পড়েছে। সেটা দুর্বলও হয়েছে খানিকটা।  তবে ভারী বর্ষণ চলমান থাকবে।