চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ইয়াস

ভারতের উত্তর উড়িষ্যা ও তার আশপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস। ঘূর্ণিঝড়টি আরো উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে আজ ভোরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

বর্তমানে এটি আরো উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ ড. আবদুল মান্নান বলেন, বায়ুচাপের আধিক্যের পার্থক্যের প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠিসহ দেশের বিভিন্ন জেলাসহ দ্বীপ, চরগুলোতে ঘন্টায় ৫০ থেকে ৬০ মিলোমিটার দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুটের বেশি উচ্চতায় প্লাবিত হতে পারে উপকূলের নিম্নাঞ্চলগুলো।

দেশের চার সমুদ্রবন্দরগুলোতে এখনও তিন নম্বর সতর্কতা সংকেত জারি রেখেছে আবহাওয়া অফিস। এছাড়া সকল নৌযান ও মাছধরা ট্রলারগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।