চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুর্নীতি প্রশ্নে গ্লোবাল লিগকে আইসিসির হুঁশিয়ারি

দুর্নীতি প্রশ্নে সাউথ আফ্রিকার গ্লোবাল টি-টুয়েন্টি লিগকে কড়া হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। শনিবার দুবাইতে অনুষ্ঠিত বৈঠকে এই হুঁশিয়ারি দেন ক্রিকেটের অভিভাবক সংস্থাটির দুর্নীতি প্রতিরোধ ইউনিটের প্রধান স্যার রনি ফ্লানাগন।

নভেম্বর-ডিসেম্বরে শুরুর আগে গ্লোবাল লিগের ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে দুবাইতে আইসিসির কার্যালয়ে দুদিনের ওয়ার্কশপ করেছে আইসিসি। স্পোর্টস টুয়েন্টিফোরের একটি সূত্র জানিয়েছে, বৈঠকে ক্রিকেটকে পরিচ্ছন্ন রাখতে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ফ্লানাগন।

তিনি বলেন, আমি নতুন টি-টুয়েন্টি গ্লোবাল লিগের সঙ্গে জড়িত মালিক এবং অন্যদের সঙ্গে এখানে এক হতে পেরে আনন্দিত। আমি চাই একটি বিস্ময়কর সাফল্য এবং নিশ্চিত যে লিগটি চমৎকার সাফল্য পাবে।’

এরপরই নিজের আশঙ্কার কথা উল্লেখ করে ফ্লানাগন বলেন, ‘কিন্তু এক বড় বিপদ যা সফলতাকে কেড়ে নিতে পারে। এটি দুর্নীতির ক্ষেত্রতে পরিণত হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, প্রথম পর্যায়ে থেকেই আমরা এমন পদক্ষেপ নেব যাতে দুর্নীতিকে টুর্নামেন্টের বাইরে রাখা যায়।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি আমি দিতে চেয়েছিলাম সেটা দুর্নীতি বিষয়ে। আমি সত্যিই খুশি যে মালিকরা বিষটি খুব ইতিবাচকভাবে নিয়েছেন।’