চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুর্নীতির অভিযোগে পাউবো মহাপরিচালকসহ তিন কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ (পাউবো) তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দুদক পরিচালক মোহাম্মদ বেলাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি প্রতিনিধিদল গঠন করা হয়েছে। গত ১৯ এপ্রিল দুদক পরিচালক মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদল ঢাকা থেকে সিলেটে যান।

তারা সেখানে বিভাগীয় কমিশনার নাজমান আরা খানমের সঙ্গে বৈঠক করে তথ্য উপাত্ত সংগ্রহ করার পর সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল হাইকে জিজ্ঞাসাবাদ করেন। হাওর রক্ষা বাঁধের বিভিন্ন প্রকল্পের নথিও সংগ্রহ করেন তারা।

দুদক পরিচালক জানান, দুর্নীতির প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না।