চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুর্নীতির অভিযোগে ওএসডি হলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন ও সচিব অধ্যাপক এএমএইচ আলী আর রেজাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ্র স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে ওএসডি করা হয়েছে।

বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলীমের বিরুদ্ধে কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠে গত বছরের মাঝামাঝি। অভিযোগে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে দরপত্র ছাড়াই ২ কোটি ২৬ লাখ টাকার কম্পিউটার সামগ্রী ক্রয় করা হয়। কেনাকাটায় সরকারের ক্রয়বিধি উপেক্ষা করায় স্থানীয় ও রাজস্ব অডিট অধিদফতরের নিরীক্ষা দল আপত্তি দিয়েছে।

জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরের ক্যাশ বই, খরচের বিবরণী ও বিল-ভাউচার নিরীক্ষা করে দেখেছেন রাজস্ব অডিট অধিদফতরের নিরীক্ষা দল। এই নিয়ে দুদকে মামলা চলমান রয়েছে।

নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে ৩ শিক্ষা বোর্ডে। দিনাজপুর বোর্ডে কামরুল ইসলাম, রাজশাহী বোর্ডে হাবিবুর, রহমান, যশোর বোর্ডে আহসান হাবিব, যশোর বোর্ডের সচিব প্রফেসর মো আব্দুল খালেক সরকার নিয়োগ পেয়েছেন।