চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুর্নীতির অভিযোগে স্পেন ফুটবল সংস্থার প্রধান গ্রেপ্তার

ছেলেসহ স্প্যানিশ ফুটবল সংস্থার প্রধান অ্যাঞ্জেল মারিয়া ভিলার লোনার গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সেদেশের পুলিশ।

মঙ্গলবার সকালে চালানো অভিযানে লোনার ছেলে গোর্কাসহ আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

স্প্যানিশ পত্রিকা এল পাইস ও ইফি সংবাদ সংস্থা জানিয়েছে, ফুটবল সংস্থার তহবিল থেকে অর্থ তসরুফের অভিযোগ রয়েছে লোনার বিরুদ্ধে।

স্পেনের উচ্চ আদালত জানিয়েছেন, তদন্তকারী ম্যাজিস্ট্রেট এবং দুর্নীতি দমন কমিশনের এক তদন্তকারী এই গ্রেপ্তারের নেতৃত্বে ছিলেন।

সাবেক স্প্যানিশ ফুটবলার লোনা ১৯৮৮ সাল থেকে ফুটবল অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করছেন।

স্প্যানিশ গণমাধ্যম আরো জানাচ্ছে, অভিযোগের মূলে রয়েছে ডকুমেন্টসে জালিয়াতি এবং আন্তর্জাতিক ফুটবল ম্যাচগুলো থেকে অবৈধ মুনাফা লাভ।

তবে ভিলার বা তার আইনজীবীর পক্ষ থেকে এখনো কোনও মন্তব্য পাওয়া যায়নি।