চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দু’দেশের সম্পর্কের গভীরতা আরও বাড়াবেন ভারতীয় নতুন হাইকমিশনার

ঢাকায় এসেই দু’দেশের নেতৃত্বে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ভারতের নতুন হাইকমশিনার হর্ষবর্ধন শ্রিংলা। আগের কর্মস্থল থাইল্যান্ড থেকে সপরিবারে ঢাকায় নেমেই সাংবাদিকদের জানান, তার লক্ষ্য বাংলাদেশ ও ভারতের চলমান সম্পর্কের গভীরতা আরও বাড়ানো।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। শ্রিংলা বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হলেন।

শুধু প্রতিবেশি নয়, বাংলাদেশ ও ভারতের সম্পর্কটা বন্ধুত্বেরও। ঢাকায় নেমে ঠিক সে কথা দিয়েই শুরু করেন ভারতের নতুন হাইকমিশনার।

বাংলাদেশে আসতে পারার আনন্দটুকু ভাগাভাগি করে নেওয়ার পর হাইকমিশনার জানান, তার মূল দায়িত্ব দু’দেশের বন্ধুত্বটাকেই আরও শক্ত করা।

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার আগে অনানুষ্ঠানিক এ বক্তব্যে হর্ষবর্ধন আশা প্রকাশ করেন, বাংলাদেশের সহযোগিতাই পাবেন তিনি।