চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুই স্কুল থেকে জিয়ার নাম বাদের সিদ্ধান্ত স্থগিত

বগুড়ার গাবতলীতে স্থাপিত দুটি হাই স্কুলের নাম থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

২০০০ সালে বগুড়ার গাবতলী উপজেলায় ‘শহীদ জিয়াউর রহমান গার্লস হাই স্কুল’ এবং ১৯৯৬ সালে ‘গাবতলী শহীদ জিয়া হাই স্কুল’ প্রতিষ্ঠিত হয়। কিন্তু গত ১৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক এমপিও অনুমোদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান দুটির নাম পরিবর্তন করে যথাক্রমে ‘সুখনপুকুর বন্দর গার্লস হাই স্কুল’ এবং ‘গাবতলী পূর্বপাড়া হাইস্কুল’ নামকরণ করা হয়।

নতুন এই নামকরণ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন স্কুল দুটির ম্যানেজিং কমিটির দুই সভাপতি মোর্শেদ মিল্টন ও মো: আমিনুল হক।

সোমবার ওই রিটের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ দুটি স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন।

আদালতের রুলে স্কুল দুটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হব না, তা জানতে চাওয়া হয়েছে।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. আকতার রসুল মুরাদ, নুসরাত ইয়াসমিন সুমাইয়া, আব্দুল্লাহিল মারুফ ফাহিম ও নূরে আলম সিদ্দিকি।

আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল ফারহানা পারভীন বিথি।