চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুই মাসের বিশ্রামে সাইফউদ্দিন

সাইফউদ্দিনকে নিয়ে সংশয় ছিল আগে থেকেই। তবুও তাকে ভারত সফরের টি-টুয়েন্টি দলে রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু ক্যাম্প শুরুর আগেই ছিটকে গেলেন এ পেস-অলরাউন্ডার। কোমরের পুরনো চোট সারাতে দীর্ঘমেয়াদী পুনর্বাসনে যাওয়ার সিদ্ধান্তে ডিসেম্বরে বিপিএল খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে।

দুই থেকে তিন মাস বিশ্রামে থাকবেন সাইফউদ্দিন। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, এই সময়ে বোলিং এবং রানিং করতে পারবেন না তিনি। কিছু ব্যায়াম ও টুকটাক ব্যাটিং করতে পারবেন। সেক্ষেত্রে বিসিবি চাইলে শুধু ব্যাটসম্যান হিসেবে হয়তো সাইফউদ্দিন বিপিএল খেলতে পারবেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সাইফউদ্দিন ছিটকে যাওয়ায় বাংলাদেশ দল হয়ে গেছে ১৪ সদস্যের। বাড়তি একজনকে নেয়া হবে কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, একজন বাড়িয়ে আগেই ১৫ সদস্যের দল দেয়ার কারণে বিকল্প ক্রিকেটার নাও লাগতে পারে।