চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুই মারমা বোনকে নির্যাতনের প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  রাঙামাটির কারুয়া ইউনিয়নের দুই মারমা বোনকে অপহরণ এবং চাকমা রানীর উপর হামলার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল করেছে ‘নিপীড়নের বিরুদ্ধে নাগরিক’ ব্যানারে ঢাকায় অবস্থানরত মারমা-চাকমা সম্প্রদায়সহ নাগরিকরা।

সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বের হলে মিছিলটি শাহবাগ থানার সামনে পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।

আন্দোলনের আহ্বায়ক সায়দিয়া গুলরুখ চ্যানেল আই অনলাইনকে বলেন,‘পাহাড়ে যে দুই মারমা কিশোরীর ধর্ষণের শারীরিক নির্যাতন হয়েছে, এধরনের ঘটনা পৃথিবীর আর কোনো দেশে ঘটেনি ৷ এমনকি ইসরাইলে না! ওই দুই কিশোরীকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করে,তাদেরকে এখন অপরহণ করে হাসপাতাল থেকে নিয়ে একজন নেতার বাড়িতে রাখা হয়েছে ৷

কিন্তু এঘটনার সুষ্ঠু কোনো বিচার প্রক্রিয়ার লক্ষণ দেখতে পাচ্ছি না ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, উল্টো ধর্ষণের শিকার ওই দুই কিশোরীকে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার করা হচ্ছে ৷ এখানে আমরা সবাই অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে একত্রিত হয়েছি ৷’

মিছিলের বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, একুশে বই মেলাকে কেন্দ্র করে এই এলাকায় কঠোর নিরাপত্তা চলছে ৷ তাই এই এলাকাতে সকল প্রকার মিছিল মিটিং বন্ধ রাখার নির্দেশ আছে ৷ কিন্তু তারা অনুমতি না নিয়ে সমাবেশ করছে, তাই তাদেরকে বাধা দেয়া হয়৷