চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দুই দিনে ১৪.৭৫ কোটি আয় করে আদিত্যের রেকর্ড!

২০১৩ সালে মুহিত সুরির ‘আশিকি-২’ ছবির দিয়ে বলিউডে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেতা আদিত্য রায় কাপুর। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মালাং’ ছবিটি।

ভারতের প্রায় দেড় হাজার প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত এই ছবিটি মুক্তির দুই দিনে আয় করেছে ১৪.৭৫কোটি রুপি। যার প্রথম ও দ্বিতীয় দিনের আয় যথাক্রমে ৬.৭১ ও ৮.২৫ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, আজ রবিবার ভারতের ছুটির দিন ছবিটির আয় আরো বেড়ে যাবে।

‘মালাং’ ছবিটি এই আয়ের প্রেক্ষিতে বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছেন, ৬.৭১ কোটি রুপি আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করেছে ‘মালাং’। যেটি আদিত্যের একক সিনেমা হিসেবে প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়েছে। এর আগে এই অভিনেতার ‘আশিকি-২’ প্রথম দিনে ৬.২৫ কোটি রুপি আয় করে। এরপর আছে ‘ওকে জানু’ (৪.০৮ কোটি রুপি), ‘দাওয়াত-ই-ইশক’ (৩.৭২ কোটি ‍রুপি) এবং ‘ফিতুর’ (৩.৬১ কোটি রুপি)।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘মালাং’ ছবিটির পরিচালনা করেছেন মুহিত সুরি। আদিত্য ছাড়াও এই সিনেমায় আরো রয়েছেন দিশা পাটানি, অনিল কাপুর, কুণাল খেমু প্রমুখ।