চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুইশ পেরিয়ে শ্রীলঙ্কা

প্রথম ঘণ্টায় দুই উইকেট নিলেও পরের ঘণ্টায় কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। লাঞ্চ বিরতির খানিক আগে বৃষ্টি শুরু হয় মিরপুরে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ২১০ রান।

ধনঞ্জয়া ডি সিলভা ও অ্যাঞ্জেলো ম্যাথুজের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটির সংগ্রহ ৪৬ রান। ধনঞ্জয়া ৩০ ও ম্যাথুজ ২৫ রানে অপরাজিত।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আগেরদিন ৩৭ রানে বেঁচে যাওয়া দিমুথ করুনারত্নেকে তৃতীয় দিন সকালেই ফেরান সাকিব আল হাসান। বিস্ময়কর এক ডেলিভারিতে বাঁহাতি স্পিনার বোল্ড করেন লঙ্কান অধিনায়ককে। ৯ চারে ১৫৫ বলে ৮০ রান করে যান বাঁহাতি ওপেনার।

দিনের খেলা শুরু হতেই দলকে সাফল্য এনে দেন ইবাদত হোসেন। নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে দ্বিতীয় বলেই বোল্ড করে স্টাম্প উপড়ে ফেলেন।

শ্রীলঙ্কা ইনিংসের প্রথম উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। ৯৫ রানের ওপেনিং জুটি গড়ে দিয়ে ওশাধা ফার্নান্দো আউট হন ইবাদতের বলে। ক্যাচ দেন স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে। খেলেন ৫৭ রানের ইনিংস।

প্রথম ইনিংসে লিটনের ১৪১ ও মুশফিকের অপরাজিত ১৭৫ রানে ভর করে ৩৬৫ রান তোলে বাংলাদেশ। শ্রীলঙ্কা স্বাগতিকদের চেয়ে ১৫৫ রানে পিছিয়ে, ৬ উইকেট হাতে রেখে।