চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে বেনাপোল বন্দর

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পরে খুলেছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল বন্দর।

রোববার দুপুরে বেনাপোল বন্দরে ভারতে থেকে ফ্লাইএ্যাশের একটি রেক( ট্রেনের ওয়াগান) বাংলাদেশে প্রবেশ করে।

মেসার্স রিলাইন্স ট্রেডিং র্কপোরেশন নামে আমদানীকারক প্রতিষ্ঠান ভারত থেকে এই ফ্লাইএ্যাশ চালানটি বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি করেছে। ৩৩ হাজার ৪৬০ ডলার মূল্যের এই চালানটি দ্রুত খালাস প্রক্রিয়া চলছে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার পারভিনা খাতুন জানান, আজ দুপুর ২টা দিয়ে দিকে আমদানীকারক প্রতিষ্ঠান মের্সাস রিলাইন্স ট্রেডিং কর্পোরেশন ৪১ টি ওয়াগেনে ফ্লাইএ্যাশ আমদানি করেছে। কাস্টমস থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরে খালাস দেয়া হবে।