চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দিল্লীর সঙ্গে ‘কৌতুক’ করে প্লে-অফে মুম্বাই

এই টি-টুয়েন্টি বড় আজব খেলা। দেখতে দেখতে কেউ এখানে রাজা হয়ে যান, কেউ আবার বনে যান মিসকিন! আইপিএলের দল দিল্লী ডেয়ারডেভিলসের কথাই ধরুন না। তিনদিন আগে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সেরা রান তাড়ার রেকর্ড গড়ে জয় পায় দলটি। সেই তারা শনিবার রাতে মুম্বাইয়ের বিপক্ষে সবচেয়ে বড় পরাজয়ের লজ্জায় ডুবেছে! ম্যাচের সার্বিক পরিস্থিতিকে ‘কৌতুক’ বলে বর্ণনা করেছে ক্রিকইনফো।

মুম্বাই এদিন আগে ব্যাট করে ২১২ রান সংগ্রহ করে। দিল্লী ৬৬ রানে গুটিয়ে যায়। ১৪৬ রানের জয় নিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেন রোহিত শর্মারা।

সিমন্স এই মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নেমেই আগুন ঝরিয়েছেন। ৪৩ বলে ৬৬ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন। আরেক ক্যারিবিয়ান পোলার্ড ছিলেন আরো বিধ্বংসী। ৩৫ বলে ৬৩ রান তুলে নেন তিনি। দিল্লীর সবচেয়ে খরুচে বোলার প্যাট কামিন্স। ৪ ওভারে ৫৯ রান দিয়ে উইকেটহীন।

রানপাহাড়ের পথে হাঁটতে যেয়ে হরভজন সিং এবং করন শর্মার কাছেই ধরা পড়ে দিল্লী। দুজনে তিনটি করে উইকেট নেন। দুই ওভারে পাঁচ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। এক ওভারে ছয় রান দিয়ে এক উইকেট বুমরাহ’র।

দিল্লীর সর্বোচ্চ রান সংগ্রাহক করুন নায়ার। ১৫ বলে ২১ করেন তিনি। বাকিরা ছিলেন ওই কৌতুকের অংশ! এসেছেন আর বিদায় নিয়েছেন!