চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দিল্লির থেকে পারিশ্রমিক নিবেন না গম্ভীর!

দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কত্ব ছাড়ার পর অবাক করা ঘোষণা দিয়েছেন গৌতম গম্ভীর। তিনি জানিয়েছেন, এই মৌসুমে দলের কাছ থেকে আরো কোনো পারিশ্রমিক নিবেন না। একদম ফ্রিতে খেলবেন!

গম্ভীর বুধবার অধিনায়কত্ব ছাড়েন। তাৎক্ষণিকভাবে তার পরিবর্তে শ্রেয়াশ ইয়ারকে নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এই মৌসুমে গম্ভীর দলটির হয়ে পাঁচ ম্যাচ খেলে ৮৫ রান করতে পেরেছেন। এর ভেতর প্রথম ম্যাচে আছে ৫৫ রানের ইনিংস। তার দল পয়েন্ট টেবিলের তলানিতে।

‘গৌতম সিদ্ধান্ত নিয়েছে এই মৌসুমে ফ্রাঞ্চাইজির কাছ থেকে কোনো অর্থ নিবে না। দিল্লির হয়ে বাকি মৌসুমকে সে বিনাপারিশ্রমিকে খেলবে,’ সূত্রের নাম না প্রকাশ করে লিখেছে পিটিআই।

এই আসরের আগে গম্ভীর ২০১০ সালে দিল্লিকে একবার নেতৃত্ব দিয়েছিলেন। সেবার পঞ্চম হয় দলটি। গম্ভীর এবার দিল্লিতে ফেরেন কেকেআর থেকে। আসর শুরু হওয়ার আগে তাকে নিয়ে দলটির অনেক আশা ছিল। কর্মকর্তারা বলছিলেন, গম্ভীর তাদের সেরা খেলোয়াড়। কিন্তু ছয় ম্যাচ বাদেই সব আশা নিরাশা হয়ে গেল।

সাত বছর কেকেআরে কাটানো গম্ভীর দলটির হয়ে তিন হাজার ৩৫ রান করেছেন। দুইবার তাদের শিরোপাও জিতিয়েছেন।