চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দিল্লিতে কৃষকদের বিক্ষোভ দমাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

ভারতে চলমান কৃষক আন্দোলন দমাতে দিল্লির আশপাশের সীমান্ত এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাত ১১টা থেকে রোববার রাত ১১টা পর্যন্ত সীমান্ত অঞ্চল সিংঘু, গাজিপুর এবং টিকরিতে ইন্টারনেট সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে গত দুই মাস ধরে ভারতের লাখো কৃষক সড়কে আন্দোলন করছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষকরা ট্রাক্টর মিছিল নিয়ে রাজধানী দিল্লি ঢুকে পড়েন। পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। তাতে এক কৃষকের মৃত্যুসহ আহত হন শতাধিক। সংঘর্ষে চারশ’ সদস্য আহত হন বলে দাবি দিল্লি পুলিশের।

ওই ঘটনায় পুলিশ দুই ডজন মামলা দায়ের করে। দীর্ঘদিন চলা কৃষক আন্দোলনের সমাপ্তি চায় নরেন্দ্র মোদির বিজেপি সরকার।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোদির দলের জন্য। কারণ কৃষকের প্রতি ভারতীয়দের পাশাপাশি বিদেশিরাও সোচ্চার। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কৃষকের ন্যায্য দাবির পক্ষে বিবৃতি দিয়েছেন।

ভারতের সুপ্রিমকোর্টও প্রয়োজনীয় সংস্কার আনার নির্দেশনা দিয়ে আইনটি স্থগিত করেছেন।