চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দল নয়, ব্যক্তির কাজের মূল্যায়ন করে ভোট

কোনো দলীয় প্রার্থী দেখে নয়, ব্যক্তির কাজের মূল্যায়ন করেই জাতীয় নির্বাচনে ভোট দেয়ার কথা ভাবছে সাধারণ মানুষ। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান দেখতে চান তারা।

নিজের ভোটাধিকার প্রয়োগে যাতে বাধা না আসে সেই পরিবেশ তৈরির দাবিও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।

জাতীয় নির্বাচনের আগের এই সময়টায় নির্বাচন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। তাই ভোট নিয়ে এখন চলছে বিচার-বিশ্লেষণ আর চিন্তা-ভাবনার পালা।

আগের নানা অনিয়ম আর সন্ত্রাসী কার্যকলাপের কথা তুলে ধরে সাধারণ মানুষ বলছেন, কোনো সন্ত্রাসীকে আর ভোট দেবেন না তারা।

ভোটারদের মতে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা নতুন যে দলই হোক না কেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত দেশ ও জনগণের সামগ্রিক উন্নয়ন।

উন্নয়ন আর গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে নতুন মেয়াদের সরকার ক্ষমতায় আসবে, সেই প্রত্যাশা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: