চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব সড়ক চার লেন করার পরিকল্পনা

২০১৮ সালে পদ্মা সেতু চালুর আগেই বেনাপোল, মংলাবন্দর, কুয়াকাটাসহ এই সেতুর সঙ্গে সংযুক্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়কগুলোকে চার লেনে উন্নীত করা হবে।

জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে এ তথ্য জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সারদেশের জেলা সড়ক সংস্কারের জন্য ৫শ’ কোটি টাকা বরাদ্দ পাওয়ায় আঞ্চলিক সড়কগুলো উন্নয়নের ঘোষণাও দেন সড়ক পরিবহন মন্ত্রী।

রেলমন্ত্রী মুজিবুল হক সংসদকে জানান, সারাদেশে ৬৭২টি রেল পাসিং গেইট নির্মাণ হবে। আওয়ামী লীগ সরকারের সময়ে কোনো ব্যক্তিকে রেলের জমি ইজারা দেয়া হয়নি বলেও জানান তিনি।