চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দক্ষ মানুষ ছাড়া টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না, তাই দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

দক্ষতা উন্নয়ন তহবিল বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে এক আলোচনায় মন্ত্রী বলেছেন, ভবিষ্যতে সরকার অবকাঠামো উন্নয়নের চেয়ে মানব সম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেবে।

অর্থসচিব মাহাবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক এবং এডিবির ঢাকা মিশন প্রধান।

 বাজেটে দক্ষতা উন্নয়ন তহবিলে এক’শ কোটি টাকা দেয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী।