চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তুরস্কের সাংস্কৃতিক কেন্দ্রে বিস্ফোরণে নিহত ২৭

তুরস্কে একটি সাংস্কৃতিক কেন্দ্রে বোমা বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো বহু মানুষ। সোমবার সিরিয়া সীমান্তবর্তী সুরুক শহরে এই ঘটনা ঘটে। হতাহতের খবর নিশ্চিত করেছে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

বিস্ফোরণটি ঘটে সাংস্কৃতিক কেন্দ্রের বাগানে। এসময় ভেতরে তিন শতাধিক সাংস্কৃতিক কর্মী অবস্থান করছিলেন। বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে এটাকে আত্মঘাতী হামলা বলে অনুমান করা হচ্ছে।

সুরুক সিরিয়ার সীমান্তবর্তী শহর কোবানি’র কাছে অবস্থিত। গত বেশ কিছুদিন ধরেই আইএস ও কুর্দি যোদ্ধাদের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে কোবানি। শহরটি আইএস জঙ্গিরা দখলে নেয়ার পর এর বাসিন্দাদের অধিকাংশই তুরস্কে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ফেডারেশন অফ সোস্যালিস্ট ইউথ অ্যাসোসিয়েশন (এসজিডিএফ) জানায়, বিস্ফোরণের সময় ‘আমারা কালচারাল সেন্টারে’ তাদের অন্তত ৩শ জন কর্মী অবস্থান করছিলেন। তাদের অনেকেই সিরিয়া থেকে সীমান্ত পাড়ি দিয়ে সেখানে এসেছেন। কোবানি শহরের পুনঃসংস্কার নিয়ে তারা আলোচনা করছিলেন।