চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তীব্র ঝড় ও বজ্রপাতে নিহত ৭

জৈষ্ঠ্যের শুরুতে তীব্র ঝড় ও বজ্রপাতে সারাদেশে ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৩ জন এবং নওগাঁ ও চাপাইনবাবগঞ্জে ৪ জনের প্রাণহানি হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০জন।

তীব্র গরমে যখন নাকাল দেশবাসী, তখন শুক্রবার সন্ধ্যায় হঠাৎই ঝড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি। এসময় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অস্থায়ী প্যান্ডেলে মাগরিবের নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। সেসময় ঝড়ের কবলে পড়েন তারা।

এই আকস্মিক ঝড়ে প্যান্ডেলের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়। পরে উদ্ধার কাজে অংশ নেন স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস।

ওই ঝড়ে রাজধানীর উত্তর বাড্ডার একটি ভবনের পার্কিংয়ের দেয়াল ধসে দুই জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা নেন বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া ঝড়ে রাজধানীর কয়েকটি এলাকায় গাছ ভেঙে রাস্তায় পড়েছে।

অন্যদিকে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। ঝড়ে পাবনার ভাঙ্গুরায় রেল লাইনে গাছ পড়ে উত্তরবঙ্গের সাথে সারাদেশের রেল যোগাযোগ কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন ছিল।