চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে মোদী-মমতার আলোচনা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করতে তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান দরকার তাই তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে অগ্রসর হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দুই দিনের কলকাতা সফরে প্রধানমন্ত্রী মোদীর আলোচ্য বিষয়ের অন্যতম ছিল তিস্তা পানি বন্টন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে একান্ত বৈঠক করেছেন।

আগামী মাসে সম্ভাব্য ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরসঙ্গী হিসেবে আসবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। ধারনা করা হচ্ছে ওই সফরেই বাংলাদেশকে জানাতে চান তিস্তা পানি চুক্তি নিয়ে চূড়ান্ত ঘোষণা। ভারতের উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্যের সুসর্ম্পক এবং একসঙ্গে কাজ করায় একমত পোষণ করেছে মোদী ও মমতা।