চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তিন দিনেই ফল দেখবে চট্টগ্রাম টেস্ট?

চট্টগ্রাম থেকে: দ্বিতীয় দিনে উইকেট পড়েছে ১৭টি। যার মধ্যে শেষ সেশনেই পড়েছে ৯ উইকেট। আর ১৫ উইকেট পড়লেই ফলাফল ঠিক হয়ে যাবে চট্টগ্রাম টেস্টের। পাঁচ দিনের ম্যাচ তিন দিনে শেষ হলে তাই অবাক হওয়ার কিছুই থাকবে না।

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ঘূর্ণি উইকেটে বাংলাদেশ ম্যাচ জিতেছিল তিন দিনে। এক সেশনেই ইংলিশদের পড়েছিল ১০ উইকেট। চট্টগ্রামে রোমাঞ্চকর তেমনকিছুর অপেক্ষা করছে কিনা; সে কৌতূহল জাগাচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের স্পিন সহায়ক উইকেট।

সময়ের সঙ্গে উইকেটে ঘূর্ণি, বাউন্স বাড়ার কথা। তৃতীয় দিনটি যে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষাই দিতে হবে সেটি অনুমেয়ই। দ্বিতীয় দিনের বিকেলে ৫৫ রানে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পাওয়া স্বাগতিকরা এগিয়ে ১৩৩ রানে, হাতে ৫ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে হবে চতুর্থ ইনিংসে। চাপটা তাই সফরকারীদের বেশি। দিনের খেলা শেষে ক্যারিবীয় ব্যাটসম্যান শেন ডওরিচ জানালেন, তাদের ২০০’র বেশি টার্গেট দিলে সেটি তাড়া করে জেতা কঠিন হয়ে যাবে। আর বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাঈম হাসান জানালেন, পুঁজি ১৫০ হলেই ম্যাচ জেতার সামর্থ্য টাইগার বোলারদের আছে।

‘আমাদের লক্ষ্য যতক্ষণ সম্ভব ব্যাট করতে পারি ততক্ষণ ব্যাট করা। যত সংগ্রহই হোক, আমরা আটকাতে চেষ্টা করবো। কারণ উইকেটে তো স্পিন করছে, আমাদের দলে ভালো স্পিনার আছে, সাকিব ভাই, তাইজুল ভাই, মিরাজ ভাই। সমস্যা (ম্যাচ জিততে) হবে না আশা করছি।’ নাঈমের আত্মবিশ্বাসী কণ্ঠে এভাবেই বেরিয়ে আসে জয়ের প্রত্যয়।