চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তাসকিনের ৫ উইকেটে লণ্ডভণ্ড সাউথ আফ্রিকা

সেঞ্চুরিয়নে চলছে তাসকিন আহমেদের শো। গতি, সুইং আর বাউন্সে সাউথ আফ্রিকার ব্যাটারদের কাঁপুনি ধরিয়েছেন ডানহাতি টাইগার পেসার। কাইল ভেরেইন্নে, জানেমান মালানের পর তুলে নিয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস, ডেভিড মিলার ও কাগিসো রাবাদকে। ১২৬ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিক দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়ারা ২৯ ওভার শেষে তুলেছে ১২৬ রান, হারিয়েছে ৮ ব্যাটারকে। কেশভ মহারাজকে সঙ্গ দিচ্ছেন তাবরেইজ শামসি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সেঞ্চুরিয়নে টস জিতে নেমে ঝড়ো গতিতে ব্যাট চালাচ্ছিলেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও জানেমান মালান। সপ্তম ওভারে মেহেদী হাসান মিরাজ দেন প্রথম ধাক্কা। এরপর দুর্দান্ত লাইন-লেন্থে বল করা তাসকিন আহমেদ দেখান গতির ঝলক।

সুপার স্পোর্টস পার্কে পাওয়ার প্লেতে শরিফুল ইসলাম, মিরাজ ও মোস্তাফিজুর রহমানের পর চতুর্থ বোলার হিসেবে তাসকিনকে আক্রমণে আনেন তামিম ইকবাল। ইনিংসের দশম ওভারে তাসকিন দেন এক রান। পরে লাইন-লেন্থ ধরে ফেরান কাইল ভেরেইন্নে ও জানেমান মালানকে।

১১ বলে ২ রান করা প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে এলবিডব্লিউ করেন সাকিব আল হাসান। ১২ রান করা ডি কককে শুরুতেই তুলে নেন মিরাজ। ৩৯ করা মালান ও ৯ করা ভেরেইন্নেকে সাজঘরের পথ দেখান তাসকিন।

পরে ৪ রানে ফন ডার ডুসেনকে মিরাজের ক্যাচ বানান শরিফুল ইসলাম। এরপর তৃতীয় শিকার করেন তাসকিন। পরে তুলে নেন আরও ২ উইকেট।

দুর্দান্ত বোলিং করা তাসকিন ৮ ওভারে ৩০ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। ডানহাতি পেসারের এখনও বাকি ২ ওভার। মিরাজ, শরিফুল ও সাকিব নিয়েছেন একটি করে উইকেট।