চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তাসকিনের জায়গায় নাসুমকে নিয়ে শুরুতে ব্যাটে বাংলাদেশ

বাছাইপর্বে দুই জয় ও এক হার সঙ্গী করে টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে আসা বাংলাদেশের সামনে এবার সুপার টুয়েলভ পরীক্ষা। তাতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতে ব্যাট করবে টাইগাররা।

রোববার আরব আমিরাতের শারজায় দাশুন শানাকার শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে শুরুতে ব্যাটের আমন্ত্রণ পান মাহমুদউল্লাহ রিয়াদরা। বাছাইয়ের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ী একাদশে একটি পরিবর্তিত নিয়ে নেমেছে টিম টাইগার্স।

পেসার তাসকিন আহমেদের জায়গায় খেলছেন নাসুম আহমেদ।

বাছাইপর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরে চাপে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২৬ রানে জিতে পথে ফেরে। মূলপর্বের টিকেট নিশ্চিত করার পথে শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারায় লাল-সবুজের দল।

সুপার টুয়েলভে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। একই ‘গ্রুপ-১’এ আছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। বাছাই খেলে নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে আসা লঙ্কানদের বিপক্ষে আসল বিশ্বকাপ শুরু হল সাকিব-মুশফিকদের।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।