চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তামিমের পঞ্চাশের পঞ্চাশ

লিটন রানের খাতাই খুলতে পারলেন না। তামিম রিভিউ নিয়ে বাঁচলেন, জেমিসনকে ফিরতি ক্যাচ দিয়ে বাঁচলেন কিউই দীর্ঘদেহী বোলার বল মাটিতে স্পর্শ করায়। সৌম্যর বাতাসে ভাসানো বলটা অনেকটা দৌড়ে স্পর্শ করেও তালুতে রাখতে পারলেন না নিকোলস। সৌম্য পরে ইনিংস বড় করতে পারেননি। ঘটনাবহুল ২৫ ওভার শেষে স্কোরবোর্ডে বাংলাদেশের লড়াইয়ের চিহ্ন।

হ্যাগলি ওভালে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২৫ ওভারে ১০৬ রান তুলেছে বাংলাদেশ।

ওয়ানডেতে ফিফটির ফিফটি পেরোনো তামিম ৫৮ রানে অপরাজিত আছেন। অধিনায়কের সাথে ৮১ রানের জুটি গড়ে সৌম্য সরকার ফিরে গেছেন ৩২ রানে। ৬ রানে ব্যাট করছেন মুশফিক।

নিজের ২১২তম ওয়ানডেতে এসে ফিফটির ফিফটি ছুঁলেন তামিম। তার নামের পাশে আছে ১৩ সেঞ্চুরি।

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় তামিম ইকবালের বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে ফিরিয়েছে সফরকারীরা। বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ।

ডানেডিনে তিন ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাজেভাবে হেরে পিছিয়ে টাইগাররা। ওই ম্যাচে অভিষিক্ত স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান টিকে গেছেন একাদশে।