চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তাপসের প্রয়াণ: শেষটা মর্মান্তিক, কাঁদছে টালিউড

শেষ জীবনটা ভাল কাটেনি পশ্চিম বাংলা চলচ্চিত্রে এক সময়ের ‘তুরুপের তাস’ তাপস পালের। এরপর পর্দা থেকে বিধানসভা, সংসদ হয়ে ভুবনেশ্বরের বন্দিজীবন। রোজভ্যালি কেলেঙ্কারি কাণ্ডে গ্রেপ্তার, রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব, ছিটকে যাওয়া। শেষটা ছিলো এমন মর্মান্তিক! তবু তাঁর প্রয়াণে কাঁদছে টালিউড! 

মঙ্গলবার ভোর সাড়ে তিনটা নাগাদ মুম্বাইয়ের একটি হাসপাতালে জীবনাবসান হয় কলকাতার বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা তাপস পালের। তার মৃত্যুতে টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা রঞ্জিত মল্লিক, বুদ্ধদেব দাশগুপ্ত, দেবশ্রী, অপর্ণা সেন, চিরঞ্জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জিৎ, নুসরাত জাহান,  চিরঞ্জিৎ চক্রবর্তীসহ অনেকেই শোকবার্তা জানিয়েছেন।

তাপসের সঙ্গে বহু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন প্রবীন অভিনেতা রঞ্জিত মল্লিক। তাদের অভিনীত সবচেয়ে আলোচিত ছবি ‘গুরুদক্ষিণা’। তাপস পালের প্রয়াণে রঞ্জিত মল্লিক শোক প্রকাশ করে বলেন, ‘বড়ই অসময়ে চলে গেল। ও আমার ভাইয়ের মত ছিল।’

তাপস পালের সঙ্গে একাধিক ছবি করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। তাপস পালের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তিনি। চিরঞ্জিৎ বলেছেন, ‘এক ভাইকে হারালাম। পরপর ভাল ছবি করেছে ও। দাদার কীর্তি, সাহেব… ওর ছবিগুলো ভোলা যায় না। কিন্তু শেষের দিকে ও হারিয়ে গেল। রাজনৈতিক একটা বক্তব্যের জন্য আড়ালে চলে গেল। খুব ভুগেছে ও। শেষে এমন পরিণতি হয়েছিল, চোখে দেখা যায় না। এত উজ্জ্বল ছেলে, হারিয়ে গেল। ওর জন্য আমিও কষ্ট পেতাম খুব। আজ ওর মৃত্যু সংবাদ পেলাম। কিন্তু দেহ চলে গেলেও ওর আত্মা থেকে যাবে। খুব খারাপ লাগছে আমার।’

অভিনেতা-পরিচালক অপর্ণা সেনও শোকপ্রকাশ করে বলেছেন, ‘রাজনীতিতে যোগ দানের ফলে আমরা আগেই অভিনেতা তাপস পালকে হারিয়েছিলাম। এবার তিনি সব ছেড়ে চলে গেলেন। তবে, তার কাজের মধ্যে দিয়ে তিনি মানুষের হৃদয়ে থাকবেন। তাপস পালের পরিবারকে আমি সমবেদনা জানাই।’

টুইটারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ‘তাপস পালের প্রয়াণে বাংলা সিনেমা শিল্পের অতুলনীয় ক্ষতি হল।’

বহু সিনেমায় তাপস পালের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন দেবশ্রী রায়। স্মৃতিচারণা করতে গিয়ে কান্না ভেজা গলায় তিনি বলেন, ‘বিশ্বাস করতে পারছি না। উনি আমার পরিবারেরই একজনের মতোই ছিলেন।’

অভিনেতা জিৎ টুইটারে লিখেছেন, ‘তাপস পালের প্রয়াণের খবরে শোকাহত এবং হতভম্ব। পরিবারের জন্য সমবেদনা।’

তাপস পালের মৃত্যুর খবর শুনে টুইটারে দেব লিখেছেন, ‘তাপস দা’র কথা শুনে খারাপ লাগছে… তার আত্মা শান্তি পাক… বাংলা ছবিতে তার অবদান সবসময়ে মনে করা হবে।’

পরিচালক অরিন্দম শীল টুইট করেছেন, ‘বহু স্মৃতি মনে পড়ছে। বাংলা চলচ্চিত্র জগত সবসময় তাপস পালকে মনে রাখবে।’

পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত বলেন, ‘অসাধারণ অভিনেতা ছিলেন তাপস পাল। কিন্তু দুঃখের বিষয় টালিগঞ্জ তার অভিনয় প্রতিভার মূল্যায়ন করতে পারল না।’

অভিনেত্রী নুসরাত জাহান লিখেন, সুপারস্টার ও দারুণ এক অভিনেতাকে হারালাম ৷ সুযোগ পেয়েছিলাম ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার করার ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি।

দীর্ঘদিন ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন তাপস পাল। কথা বলা ও চলা–ফেরায় সমস্যা ছিল। ১ ফেব্রুয়ারি বান্দ্রার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। ৬ ফেব্রুয়ারি লাইফ সাপোর্ট থেকে বের করা হয়। সোমবার রাতে আবার অসুস্থ হয়ে পড়েন তাপস পাল। মঙ্গলবার ভোররাতে মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাপস পালের। তার বয়স হয়েছিল ৬১ বছর।

২২ বছর বয়সে মুক্তি পায় তাপস পালের প্রথম ছবি ‘দাদার কীর্তি’। এরপর একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘সাহেব’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘পারাবত প্রিয়া’, ‘ভালোবাসা ভালোবাসা’। ‘সাহেব’ ছবির জন্য তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন।

বাংলার পাশাপাশি তাপস পাল অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছিলেন ‘অবোধ’ ছবিতে।