চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তানজানিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে বহু হতাহত

তানজানিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন নিহত হযেছেন। আহত হয়েছেন আরও ৭০ জন মানুষ। আহতদের মধ্যে অনেকের অবস্থঅ আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার দেশটির বন্দর নগরী দার-এস সালাম থেকে দুইশ কিলোমিটার পশ্চিমের শহর মোরোগোরোতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিবিসি জানায়, অনলাইনে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে দেখা গেছে আগুনের শিখা এবং কালো ধোঁয়া বিস্তীর্ণ এলাকাজুড়ে বিক্ষিপ্তভাবে উপরে উঠে যাচ্ছে। এবং লোকজনের দগ্ধ দেহ পড়ে আছে।

পুলিশ জানায়, লোকজন চলন্ত ট্যাঙ্কার থেকে তেল চুরির চেষ্টা করছিল। এসময় ব্যস্ত সড়কে ট্যাঙ্কারটি উল্টে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বহু মানুষ হতাহত হন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, পরিস্থিতি সত্যিই অনেক কারাপ। এখানে অনেক লোক মারা গেছেন। এমনকি যারা তেল চুরি করছিলেন না তারাও মারা গেছেন। এই ব্যস্ততম এলাকা হওয়ায় অনেক লোক মারা গেছেন।

স্থানীয় পুলিশ প্রধান উলিব্রড তাফুংগোয়া বলেন, নিহতদের মধ্যে অনেক মোটর সাইকেল এবং ট্যাক্সি চালক রয়েছেন। 

বন্দর থেকে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ মোরোগো। এটি দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবেও পরিচিত।

আফ্রিকার অঞ্চলে ট্যাঙ্কার এবং পাইপলাইন থেকে তেল চুরির জন্য লোকজন ঝুঁকি নেয়। ফলে এ ধরনের বিপর্যয় অহরহ ঘটে থাকে।

গত মাসেও নাইজেরিয়ার উত্তর বেনু রাজ্যে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে ৪৫ জন নিহত হন। গত মে মাসে নাইজারের রাজধানী নিয়ামিতে একই ধরনের ঘটনায় প্রাণ হারান প্রায় ৮০ জন মানুষ।