চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তাদের স্মৃতিকথায় ‘কালপুরুষ’ স্রষ্টা

বাংলা সিনেমাকে যাঁরা বিশ্ব সিনেমাপ্রেমীদের একেবারে আঙিনায় নিয়ে গেছেন, তাদের অন্যতম একজন বাঙালি কিংবদন্তী নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত। চলচ্চিত্র শিল্পমাধ্যমটিই যার হাতে ভিন্নমাত্রা পেয়েছে। তাহাদের কথা, উত্তরা, চরাচর এবং কালপুরুষের মতো বেশকিছু কালজয়ী সিনেমার এই কিংবদন্তী স্রষ্টা আকস্মিক প্রয়াণ হলো বৃহস্পতিবার (১০ জুন), কলকাতায়। ঘুমের মধ্যেই প্রয়াত হন তিনি। তার মৃত্যু শোক ছড়িয়ে পড়ছে সর্বত্র। শোক প্রকাশ করছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী।

গুণী নির্মাতাকে হারিয়ে কাঁদছেন সাধারণ ভক্ত অনুরাগী থেকে শুরু করে সিনেমাপ্রেমী বাঙালি নির্মাতা, অভিনেতারাও। স্মৃতিচারণ করছেন এই নির্মাতার সাথে ব্যক্তিগত কোনো মুহূর্ত বা তার কাজ নিয়ে। এমন কিছু মানুষেরই কথা থাকলো এখানে:

দীপ্তি নাভাল:

ব্রাত্য বসু:

মোস্তফা সরয়ার ফারুকী:

সুদীপ্তা চক্রবর্তী:

সুবোধ সরকার:

শ্রীজাত:

অঞ্জন জাহিদুর রহিম:

আকরাম খান:

শ্রীলেখা মিত্র:

পাওলি দাম:

আবু শাহেদ ইমন:

শিবু কুমার শীল: