চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তবু ভক্তরা আছেন শাহরুখের পাশে

মাদক মামলায় গ্রেপ্তার বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান। এমন ঘটনাকে ঘিরে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকেই শাহরুখকে কাঠগড়ায় দাঁড় করালেও দুঃসময়ে পাশে আছেন শাহরুখের ভক্তরা।

সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়ে ‘উই স্ট্যান্ড ফর শাহরুখ’ লিখে পোস্ট করছেন নেটিজেনরা।

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘শাহরুখকে নিচে নামাতে হলে তার জায়গায় উঠতে হবে, যা আপনাদের সাধ্যের বাইরে। ভালোবাসি।’

আরেকজন লিখেছেন, ‘হেটাররা বলছেন শাহরুখ শেষ, তবে তারা এখনও শাহরুখকে নামানোর চেষ্টায় আছে এবং বরাবরের মতো এবারও অসফল। আপনারা শাহরুখকে নামাতে পারবেন না, কারণ তার পর্যায়ে কখনো পৌঁছাতেই পারবেন না। তিনি সেরা হতেই জন্মেছেন এবং সেরা হয়েই থাকবেন।’

আরেক ভক্ত লিখেছেন, ‘শাহরুখ স্যারকে সত্যি মন থেকে ভালোবাসি। মেকী নয়, খাঁটি ভালোবাসা।’ টুইটারে আরেক ভক্ত লিখেছেন, ‘বুঝতে পারিনা কেন কেউ শাহরুখের মতো বড় তারকার সুনাম নষ্ট করতে চায়। শাহরুখের দোষ না পেয়ে এখন তার সন্তানদের ইস্যুতে সুনাম নষ্টের চেষ্টা করা হচ্ছে, এটা ঠিক নয়।’

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জামিন যোগ্য মামলায় আরিয়ানকে গ্রেপ্তার করলেও আপাতত তাকে থাকছে হচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জিম্মায়। আজ সোমবার আদালতে তোলা হবে আরিয়ানকে। আদালতে আরিয়ানের জামিনের আবেদন করবেন সতিশ মানশিন্ডে।