চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাবিতে দীর্ঘ ১৮ মাস পর সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। অন্তত এক ডোজ ভ্যাকসিন গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে নেয়ার শর্তে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। তারপরে বিভিন্ন দফায় বাড়ানো হয় ছুটি।

অবশেষে সেই অবস্থা কাটিয়ে আবার ক্লাসে ফিরলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর শিক্ষার্থীরা।

এর আগে ৫ অক্টোবর থেকে অন্তত এক ডোজ ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে শুধু স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়।

পরে ১০ অক্টোবর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হয়।