চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাবির প্রশ্নফাঁস: মূলোৎপাটনের লক্ষ্যে ফের তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনার ‘মূলোৎপাটন’ এর লক্ষ্যে নিবিড়ভাবে তদন্তের জন্য ফের পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান চ্যানেল আই অনলাইনকে এ খবর নিশ্চিত করেন।

পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান হলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ( শিক্ষা ) অধ্যাপক নাসরীন আহমাদ। কমিটির অন্য সদস্যরা হলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এমদাদুল হক, সিন্ডিকেট সদস্য বজলুল মজনুন চুন্নু, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক অসীম কুমার সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী।

উল্লেখ্য, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে প্রশ্নফাঁসের ঘটনার তদন্তের জন্য এই পাঁচজনকে নিয়েই একটি কমিটি করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত এক বছরেও তারা সেই তদন্তের প্রতিবেদন জমা দিতে পারেননি। সেই কমিটিকেই আবার ঘ ইউনিটের প্রশ্নফাঁসে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

উপাচার্য চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘প্রশ্নফাঁসের যে অভিযোগ আসছে সেটার মূলোৎপাটনের জন্যই আমরা আবার কমিটি করেছি। আমরা ঘটনার সত্য উদঘাটন করতে চাই। এর জন্য নিবিড় তদন্তের প্রয়োজন।তাদেরকে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে। দেখা যাক।’

তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার আগে ভর্তি কার্যক্রম চলবে কিনা প্রশ্নের প্রেক্ষিতে উপাচার্য বলেন, ‘সব বিষয় তো আর উপাচার্য দেখেন না। আমাদের বিভিন্ন ফোরাম আছে সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আখতার হোসেন-অনশনরত-অনশন-শিক্ষার্থীচলতি বছরের ঘ ইউনিটের (১২ অক্টোবর) পরীক্ষার পূর্বেই প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মাদ সামাদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি একজন ভর্তিচ্ছুর মোবাইলে সকাল ৯টা ১৭ মিনিটে প্রশ্ন পাওয়ার প্রমাণ পায়। এই প্রমাণ পাওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ ১৬ অক্টোবর অনেক সমালোচনার মধ্যেই ঘ ইউনিটের ফল প্রকাশ করেন। এতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। পরীক্ষা বাতিলের দাবিতে আইন অনুষদের তৃতীয় বর্ষের একজন ছাত্র অনশনও করেন। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। ছাত্রলীগ যাচাই-বাছাই সাপেক্ষে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিসহ চার দফা দাবি জানায়। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী ওই সময় ছাত্রলীগের দাবির বিষয়ে একমত পোষণ করেন। উপাচার্য দেশে আসলে তিনি সিদ্ধান্ত নিবেন বলে জানান। গতকাল উপাচার্য দেশে এসে আজ অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন করেন।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে কী করা হয়েছে জানতে চাইলে ঢাবির প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ‘আমাদের বিবেচনায় সবগুলো বিষয়ই আছে। বিষয়টি আদালতে আছে। এটা নিয়ে পাবলিকলি কিছু বলতে চাচ্ছি না।’