চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ঢাবিতে শুরু আমার ভাষার চলচ্চিত্র উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে টিএসসি প্রাঙ্গণে রবিবার (৯ ফেব্রুয়ারি) সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৬’-এর পর্দা উঠলো।

এবারের উৎসবে অন্যান্য ছবির মধ্যে আরও থাকছে ইমপ্রেস টেলিফিল্মের ফাগুন হাওয়ায়, শাকিব খানের সত্তা, স্টার সিনেপ্লেক্সের ন ডরাই, নেয়ামূল মুক্তার কাঠবিড়ালী।

বিকেল ৩টায় উৎসব উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববদ্যিালয়ের সাবেক ভিসি ও চলচ্চিত্র সংসদের মডারটের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থতি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার শেমি।

উদ্বোধন ঘোষণা করার পর ড. আ আ ম স আরফেনি সিদ্দিক বলনে, বাংলা সিনেমার পৃষ্ঠপোষকতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চত্রি সংসদ বিভিন্ন ধরণের র্কাযক্রম পরচিালনা করে, যার মধ্যে অন্যতম এই উৎসব এটি। তিনি আমার ভাষার চলচ্চিত্র উৎসবের টিকেট বিক্রির এক অংশ অসুস্থ ভাষা সৈনিক আবদুল মালেকের সুচিকিৎসা প্রদানের উদ্যোগ নেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকে প্রশংসা করেন।

লাইলুন নাহার শেমি বলনে, বর্তমান প্রজন্মকে বাংলা চলচ্চিত্রমুখী করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদরে আয়োজনে আমার ভাষার চলচ্চত্রি উৎসবটি প্রশংসার দাবি রাখে। এই প্রচষ্টো আগামী বছরগুলোতেও অব্যাহত থাকুক।

আয়োজকরা জানান, ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হচ্ছে দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদী ১৯টি র্পূণদর্ঘ্যৈ এবং ৩টি স্বল্পদর্ঘ্যৈ চলচ্চিত্র।

উৎসবের ১৯তম এ আসরে ‘সত্তা’ চলচ্চিত্রের পরিচালক হাসবিুর রেজা কল্লোল (১১ ফেব্রুয়ারি), ওপার বাংলার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্ত (১২ ফেব্রুয়ারি), ‘ন ডরাই’, ‘ইতি তোমারই ঢাকা’, ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের কলাকুশলীরা উপস্থিত থাকবেন। প্রতিবারের মতো এবারও উৎসবের সমাপনী দিনে উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন স্মরণে অনুষ্ঠিত হবে ‘হীরালাল সেন পদক’ প্রদান।

প্রথমদিন দেখানো হয়েছে সকাল সত্যজিতের ‘অশনি সংকেত, নূরুল আলম আতিকের ‘ডুব সাঁতার’ এবং তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’।

সোমবার/দ্বিতীয় দিন: সকাল ১০টায় ‘গৃহযুদ্ধ’ (বুদ্ধদেব দাশগুপ্ত)। দুপুর ১টায় ‘রূপান্তর’ (আবু সাইয়ীদ)। বিকেল ৩টা ৩০ মিনিটে ‘আসা যাওয়ার মাঝে’ (আদিত্য বিক্রম সেনগুপ্ত)। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘ইতি তোমারই ঢাকা’।

মঙ্গলবার/তৃতীয়দিন: সকাল ১০টা ‘পরিণীতা’ (আলমগীর কবির)। দুপুর ১ টা ‘পুরষ্কার’ (সি বি জামান)। বিকেল ৩.৩০টা ‘ন ডরাই’  (তানিম রহমান অংশু)।

বুধবার/চতুর্থদিন: সকাল ১০ টা ‘দোসর’ (ঋতুপর্ণ ঘোষ)। দুপুর ১ টায় ‘খারিজ’ (মৃণাল সেন)। বিকেল ৩.৩০ ‘ফাইনালি ভালোবাসা’ (অঞ্জন দত্ত)। সন্ধ্যা ৬.৬০ ‘আলফা’ (নাসিরউদ্দিন ইউসুফ)।

বৃহস্পতিবার/পঞ্চমদিন: সকাল ১০ টায় ‘অশিক্ষিত’ (আজিজুর রহমান)। দুপুর ১ টায় ‘বাংলা’ (শহিদুল ইসলাম খোকন)। বিকেল ৩.৩০ ‘এই ঘর এই সংসার’ (মালেক আফসারী)। বিকেল ৫টায় হীরালাল সেন পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘কাঠবিড়ালী’ ( নিয়ামূল মুক্তা)।