চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ঢাকা জেলা বিএনপির সভাপতিসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গ্রেপ্তার ৪

সাভারের আশুলিয়ায় নাশকতার পরিকল্পনা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবুসহ বিএনপির ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টায় গ্রেপ্তার চারজনকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার (১৬ মার্চ) রাতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায়।

গ্রেপ্তার আসামীরা হলেন: আশুলিয়ার ঘুঘুদিয়া গ্রামের শাহিন মিয়া, মো. সোহান, মো. মালেক, শেহের আলীর ছেলে মো. জসিম ।

পলাতক আসামীরা হলেন: ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সলাউদ্দিন বাবু, সোবাহান, জহিরুল, হাবিবুর রহমান, আঃ সালাম, আবু তারু মাদবর, কাজিম উদ্দিন ও আজিজুল হক আয়জল ।

পুলিশ জানায়, বুধবার দুপুরে আশুলিয়ার ঘুঘুদিয়ায় নাশকতা ও দেশকে অস্থিতিশীল পরিবেশ করার উদ্দেশ্যে আসামীরা সমবেত হয়ে রাস্তা বন্ধ করে দেয়। সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই পরিকল্পনা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে ও হামলা চালায়। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এসময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়। বাকীরা পালিয়ে যায়।