চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকায় বেড়াতে এসে ডেঙ্গু আক্রান্ত, বরিশালে ফিরে মৃত্যু

ঢাকায় বেড়াতে এসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বরিশালের গৌরনদীতে ফিরে গিয়ে আলেয়া বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন। মৃত আলেয়া বেগম আশোকাঠী গ্রামের আব্দুল মান্নান ফকিরের স্ত্রী।

পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকায় অবস্থানকালে আয়েলা বেগমের জ্বর হয়। জ্বরের চারদিন পরে বুধবার রক্ত পরীক্ষা করলে তার ডেঙ্গু ধরা পরে।  মঙ্গলবার তার শারীরিক অবস্থা হলে তাকে স্বজনরা রাত পৌনে ৯টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

আলেয়া বেগমের স্বামী আব্দুল মান্না জানান, আলেয়া বেগম যখন ঢাকায় ছিলেন, সেখানে জ্বরে আক্রান্ত হন। এরপরে ওই অবস্থায় বরিশালে ফিরে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়। মঙ্গলবার বিকেলে চিকিৎসক তাকে এনএস-১ পরীক্ষার জন্য ডায়াগনষ্টিক সেন্টারে পাঠান, পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পরে। রাতে অবস্থার অবনতি হলে পৌনে ৯ টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।