চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঢাকায় বায়ুদূষণ বাড়ছে কেন?

বিভিন্ন সংস্থার কার্যক্রমের সমন্বয়হীনতার কারণেই ঢাকায় বায়ুদূষণের মাত্রা বাড়ছে।

নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ নিয়ে হতাশ না হয়ে সচেতনতা বাড়াতে সবাইকে কাজ করার আহবান জানান।

পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন করে মনিটরিং-এর ওপর জোর দেন বিশেষজ্ঞরা।

পরিবেশ অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এ আয়োজনে যোগ দেন বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা।

সনাতন পদ্ধতির ইটভাটা, পুরনো যানবাহন আর উন্মুক্ত নির্মাণ কাজই বায়ু দূষণের জন্য দায়ী, উঠে আসে আলোচনায়। কথা বলেন নিয়ন্ত্রণের উপায় নিয়ে।

তবে, সুস্থভাবে বাঁচতে হলে বায়ু দূষণ কমাতে সবাইকে কাজ করতে হবে।  সৃষ্টি করতে হবে সচেতনতা।

বায়ু দূষণের তালিকায় উপরের দিকে ঢাকা শহর। তাই দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে এখনই জোরালো উদ্যোগ শুরুর আহবান জানান বক্তারা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: